মেলবোর্নে হচ্ছে না ভারত-পাকিস্তান স্বপ্নের ফাইনাল। বিশ্বের শতকোটি মানুষের চাওয়াকে চূর্ণ করে অ্যালেক্স হেলস ও জস বাটলারের ব্যাটে ভারতকে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। ম্যাচের আগেই ইংলিশ অধিনায়ক ঘোষণা দিয়েছিলেন মেলবোর্নে কোনভাবেই পাকিস্তান-ভারত দ্বৈরথ দেখতে চান না। তার এ বক্তব্য যে কথার কথা না তা ব্যাট হাতে প্রমাণ দিলেন তিনি। ইংলিশদের এ জয়ে আগামী রোববার (১৩ নভেম্বর) ১৯৯২ সালে ফিরে যাবে ইংল্যান্ড ও পাকিস্তান। যেখানে পাকিস্তান চাইবে ইতিহাসের পুনরাবৃত্তি আর ইংল্যান্ড চাইবে বদলা। চ্যানেল ২৪
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেডের ওভালে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বাংলাদের সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়।
খেলায় রোহিত শর্মাদের তুলোধুনো করে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ভারতের করা ১৬৮ রানের টার্গেট কোনো উইকেট না হারিয়েই টপকে যায় ইংল্যান্ড।