অনাথ মন্ডল, শ্যামনগর।
সাতক্ষীরার শ্যামনগর খোলপেটুয়া নদীতে নলীডুমুর উত্তর পাড়া যুব উন্নয়ন সংঘের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা তরুণ সমাজসেবক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নীলডুমুর ব্যাটেলিয়ান ১৭-বিজিবি’র অধিনায়ক লেঃ কঃ কামরুল আহসান, সহকারী বন সংরক্ষক পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা এ কে এম ইকবাল হোসেন,বুড়িগোয়ালিনী নৌ-থানার ইনচার্জ খান মোঃ শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবীর। আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্য হাজার হাজার নারী-পুরুষের সমন্বয় নৌকা বাইচ সম্পূর্ণ হয়। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় চারটি নৌকা অংশগ্রহণ করে।
চাম্পিয়ান হিসেবে প্রথম পুরস্কার গ্রহণ করেন গাবুরা ৯নং সোরা’র নৌকা। দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন আশাশুনি উপজেলার পুইজাল গ্রামের সোনার তরী নামক নৌকা।