1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভূরুঙ্গামারীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :

ভূরুঙ্গামারীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২৩৫ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কালীরহাটে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষ ভাইয়ের হামলায় আজিজুল হক (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, কয়েক দিন আগে আজিজুল হকের বাড়ি থেকে ৩৫ হাজার টাকা হারিয়ে যায়। এ বিষয়ে তিনি তার ভাই ফজল হকের এক পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করেন। এই নিয়ে ফজল হকের পরিবারের সাথে তার বিরোধের সৃষ্টি হয়।

সোমবার (২১ নভেম্বর) সকালে আজিজুল হক (৫৫) তার বাড়ির পাশের জমিতে ধান কাটতে গেলে তাকে দেখে সেখানে এগিয়ে যায় তার বড় ভাই ফজল হক (৬০), বড় ভাবি, দুই পুত্র সোহেল (৩৫), রতন (২৪) ও পুত্র বধুসহ আজিজুল হককে এলোপাতাড়ি মারপিট করে। এসময় আজিজুল হক ঘটনা স্থলেই মারা যান।

এ বিষয়ে বঙ্গ সোনাহাট ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম লিটন জানান, আজিজুল হক ধান কাটতে গেলে চুরি যাওয়া টাকা পয়সা নিয়ে তার ভাইয়ের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের আঘাতে ঘটনাস্থলে আজিজুল হক নিহত হন। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানার ওসি, ওসি (তদন্ত) সহ পুলিশ এসে লাশের সুরতহাল করে থানায় নিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করে থানায় নিয়ে আসা হয়েছে, পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে। এপর্যন্ত আসামিদের কাউকে গ্রেফতার করা যায়নি তবে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews