বিলাল মাহিনী, যশোর।
বিজয়ের মাস বরণ করতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট পাঠাগার হলরুমে বাংলাদেশ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এর সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
০৩ ডিসেম্বর শনিবার দুপুরে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি নাঈম নাজমুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় অনুষ্ঠানে রাখেন বক্তব্য রাখেন ডক্টর সবুজ শামীম আহসান। আরও বক্তব্য রাখেন অধ্যাপক কবি মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কবি নূর মোহাম্মদ, বাবু কানাইলাল বিশ্বাস, সাংবাদিক সুনীল দাস, আব্দুল আজিজ সর্দার।
এসময় আরও উপস্থিত ছিলেন কবি ফজল মোবারক, অধ্যক্ষ খাইরুল বাশার, অধ্যাপক সেলিম হোসেন, বিবেকানন্দ মন্ডল, আসলাম ইবনে লায়েক, হারুন আল- আজিজ, হারুন অর রশিদ, দেবাশীষ দাস নান্টু, চিন্ময় কুমার বিশ্বাস, বাবুল আহমেদ তরফদার, নাসিম তরিকুল, গৌতম ঘোষ, বিলাল হোসেন মাহিনী, জাকির হোসেন রাজা, ইলা রানী বিশ্বাস, শিবপদ শুভ প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা নিয়ে কবি সাহিত্যিকগন স্বরচিত কবিতা আবৃত্তি করেন।