অনাথ মন্ডল, শ্যামনগর।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে উপকূলীয় প্রেস ক্লাবের আয়োজনে ১৭ ডিসেম্বর শনিবার বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতারণ করা হয় ।
উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি এম এ হালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপকূলীয় প্রেসক্লাবের উপদেষ্টা বুড়িগোয়ালিনী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ শাকায়ত হোসেন, মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউ পি সদস্য নিপা চক্রবর্তী, সমাজ সেবক আব্দুল হাছিম, এশিয়ান টিভি,র উপজেলা প্রতিনিধি মারুফ হোসেন, ও উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি অনাথ মন্ডল সহ উপকূলীয় প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
পরবর্তীতে সন্ধ্যায় মনোঞ্জ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।