বিলাল মাহিনী
কী অদ্ভুত অবনী!
এখানে বেশিরভাগ অমানুষ-অপরাধী ছাড় পেয়ে যায়,
সৎ, সত্যবাদী-ভালোরা আঘাতে জর্জরিত হয়।
এখানে ভিতর-বাহিরে একই রূপের মানুষ খুঁজে পাওয়া ভার,
শারীরিক আঘাতকারীর চেয়ে মানসিক জালিমের সংখ্যা ঢের!
এখানে আপন হয়ে যায় পর
পর হয় আপন
বিচিত্র ভুবন,
তোমাকে পছন্দ করে এমন মানুষ পাবে বহু, সত্যিকারে ভালোবাসার কাউকে পাবে না।
এখানে মিথ্যে মায়া, ছলনার জাল আছে, আছে অভিযোগ-অনুযোগের পাহাড়।
এখানে জীবনভর কষ্ট, একটু সুখের আশায়।
শারীরিক সামর্থ্যের সময় অর্থাভাব ও নানা দৈন্যতা ঘিরে থাকে
শরীর অক্ষম হলে দৈন্য কাটে।
সবচে’ দামি হলো হৃদয়-মন
সেখানে ঠাঁই করতে পারে না
সব আপনজন।
২৯-১২-২২