স্টাফ রিপোর্টার।
যশোরের বাঘারপাড়ায় কৃষকরা বোরো ধান রোপন ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কৃষি বিভাগ এবার জেলায় ১ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কৃষকরা এখন পুরোদমে ব্যস্ত বোরো ধান চাষে । আবহওয়া অনুকূলে থাকলে বোরো ধানের বেশ ভালো ফলনের আশা করেছেন চাষিরা। নিরন্তর খেটে চলা কৃষক দেশের খাদ্য চাহিদা পুরণে প্রতিনিয়ত ফসলের ক্ষেতে ঘাম ঝরান।
ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বোরোর জমি তৈরি ও ধানের চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন চাষীরা । কেউবা জমিতে হালচাষ দিচ্ছেন, কেউবা ধানের চারা রোপন করছেন আবার যারা আগাম চারা রোপন করেছেন তারা সেই জমিতে সেচসহ পরিচর্যা করছেন।
এদিকে বোরো মৌসুমের শুরুতেই বিভিন্ন সারের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে চাষিরা। সরকার নির্ধারিত মূল্যের চাইতে কোন কোন সারের দাম দ্বিগুন নিচ্ছে বলে অভিযোগ কৃষকদের। এমনিতেই ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় চাষ বাবদ অতিরিক্ত টাকা খরচ হচ্ছে তাদের। তার ওপর বাড়তি দামে সার কিনতে হওয়ায় ধানের উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে। এতে ক্ষতির সম্মুখীন হচ্ছেন জেলার কৃষকেরা। কৃষি বিভাগ জানায়, দাম বেশি নেয়ার সুযোগ নেই। তার পরও যদি কেউ বেশি দামে বিক্রি করে তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
বাঘারপাড়া উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, ১৬ হাজার ৪২০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সূত্র জানায়, গত বোরো মৌসুমের শেষ সময়ে দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতি হয় ফসলের। সেই সাথে বাজারে ধানের ভালো দাম না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় চাষিরা। তবে এবার সকল হতাশা কাটিয়ে আবারও বুকভরা আশা নিয়ে মাঠে নেমেছেন এ অঞ্চলের কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা রুহোল আমিন জানান, এ বছর আবহাওয়া অনুকুলে থাকলে বোরো ধানের বাম্পার ফলন হবে। তাছাড়া কৃষি অফিস থেকে নিয়মিত কৃষকদের পরামর্শ প্রদান অব্যাহত রয়েছে।