শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি।
শ্যামনগর সরকারি মহসীন কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শ্যামনগর সরকারি মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ একেএম আব্দুর রহমানের সভাপতিত্বে ২৮ শে ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় অত্র কলেজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -০৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, শ্যামনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন, শ্যামনগর অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল। শ্যামনগর সরকারি মহসীন কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল-ফারুক এর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদউজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি,শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি.এম.আকবর কবীর, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু, মহসীন কলেজ ছাত্রলীগের ফয়সাল হায়দার প্রমুখ।