1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
হাসপাতালে সিলিং ফ্যান খুলে পড়ে আহত রোগীর স্বজন - টেলিগ্রাফ বাংলাদেশ
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

হাসপাতালে সিলিং ফ্যান খুলে পড়ে আহত রোগীর স্বজন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৯৩ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি।

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের সিলিং ফ্যান খুলে ছাত্তার গাজী নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের চার নম্বর ক্যাবিনে ফ্যান খুলে পড়ে এই ঘটনা ঘটে।

আহত ছাত্তার গাজী নওয়াপাড়া পৌরসভার ২নং ওযার্ডের মৃত জানবাক্স গাজীর ছেলে।

এসময় পাশে থাকা অসুস্থ রোগী অল্পের জন্য রক্ষা পান।

জানা গেছে, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের বেহাল দশা দীর্ঘদিনের। ঝুঁকিপ‚র্ণ ভবনে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইতোপূর্বে ছাদের পলেস্তারা খসে পড়ে রোগী, নার্স ও স্টাফ আহত হওয়ার ঘটনা ঘটেছিল।

আহত ছাত্তার গাজী জানান, আমার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করি। ৪নং কেবিনে প্রবেশ করে সেখানকার ফ্যান চালিয়ে দিতেই লোহার আংটা খুলে আমার মাথা ও কাঁধের ওপর পড়ে। এসময় অন্য স্বজনরা আমাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান বলেন, কেবিন রুমের সিলিং ফ্যান পড়ে একজন আহত হয়েছেন। তিনি ব্যথা পাওয়ায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিলিং ফ্যানের স্থানে রড নষ্ট হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। ভবনের ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews