মাহাজালা মেলিস্তা। পারিবারিক সূত্রে বৃহস্পতিবার এ তথ্য পাওয়া যায়। পুরো নাম ঋতুরাজ ভৌমিক হৃদ্য। বয়স মাত্র ৯ চলছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে পৃথিবীর সবচেয়ে কনিষ্ঠ সিরিজ লেখক হিসেবে এবার তার নাম প্রকাশিত হয়েছে।
ঋতুরাজ ২০২২ সালে ‘Goodwill Factory’ নামে একটা ইংরেজি গল্পের বই প্রকাশ করে। তারই ধারাবাহিকতায় এরপর ‘ÔGoodwill Factory’ প্রকাশ হয়। তার লেখা গল্পগুলো সমাজ ও মানুষের চিন্তাধারা বদলাতে দারুণভাবে সহায়ক। ইতিমধ্যে তার বই ব্যপক সাড়া ফেলেছে। প্রতিটি শিশুর জন্য খুব শিক্ষণীয় এই সিরিজ বই।
ঋতুরাজ ভৌমিক সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুব জনপ্রিয়। সে এবং তার বাবা মিলে ‘বাপকা বেটা’ নামে একটি পেইজ চালনা করে। যেখানে তারা অনেক শিক্ষণীয় কন্টেন্ট প্রকাশ করে থাকে। এছাড়া দুজন মিলে গান গেয়েও ভিডিও আপলোড করে সেখানে। এসব কন্টেন্ট কিংবা ভিডিও লাখো দর্শকশ্রোতার কাছে খুব পছন্দের।
ঋতুরাজ শিশুদের জন্য একটি আদর্শ। তার বেড়ে ওঠা, শিক্ষা, কর্মকান্ড, জীবনবোধ যেকোনো শিশুর জন্য অনুসরণীয়। সে শুধু তার পরিবারের নয়, পুরো বাংলাদেশের এবং পুরো পৃথিবীর গর্ব। ঋতুরাজের এই সাফল্য সবার ভালোবাসারই ফল বলে মনে করে সে। আমাদেরসময় ডটকম