মো: ইশরাক শাহরিয়ার বাবু
মনে রেখ তুমি আমায়, মনে প্রাণে, ভুলে যেওনা না আমায়___
আমিও ভুলে যাবনা তোমায়।
যেখানে থাকনা কেন তুমি! সুখে থেকো ভালো থেকো!
শুধু মনে রেখ আমায় একটি বার।
স্মৃতি গুলো অশ্রু জলে ভাসে যাবে আমি মুছে যাব বার বার দেখিবেনা তুমি!
সেই পুরনো বটতলায় বসে বসে গুনে গুনে দেখব কত দিন দেখিনি তোমায়,
জানিনা, কোথায় তুমি কোন অজানা শহরে তোমার বসাবাস,
হটাৎ, যদি কোনো দিন মনে পড়ে আমায়
তাহলে একটি চিঠি দিও
লিখিও কেমন আছো ? কোথায় আছো তুমি?
আজি, প্রহরিরা রাত জেগে প্রহর করে,
আর আমি রাত জেগে তোমার প্রহর গুনতে গুনতে জোছনা দেখি”””
সময়, গুলো ক্ষণে ক্ষণে কেটে যায় ভাবি তুমি কি মনে রেখছো আমায়, না! তুমি দূরে অ-নে-ক____ দূরে, পূর্ব পুরে।
যে দিন,
ঝরে পড়েছিল আকাশি গাছের পাতা গুলো
হেস্তরে_হেস্তরে সেই দিন তো তুমি আমায় ছিলে তবে এখন কেন দূরে ?
এখন, চলে গিয়েছো তুমি অন্য_______খানে, দূরে।
শুধু বলব আমি
যে_খানে থেকো ভালো থেকো শুধু
“মনে রেখ আমায়”।