ডেস্ক নিউজ। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া দলগুলোর মনোনীত প্রার্থীদের জমা দেয়া মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন। চলতি মাসের ৪ তারিখ পর্যন্ত চলবে যাচাই-বাছায় কার্যক্রম। এ নিয়ে সরগরম নির্বাচন ভবন।
জানা গেছে, নির্বাচনে আওয়ামীলীগ ২৯৮ আসনে প্রার্থী দিয়েছে। তন্মধ্যে ২ জন করে প্রার্থী রয়েছে ৫ টি আসনে।
বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে ২৮৬ আসনে। এর মধ্যে ১৮ টি আসনে ২ জন করে প্রার্থী দিয়েছে দলটি। কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪ আসনে, ইসলামী ফ্রন্ট ৩৯টি আসনে, জাকের পার্টি ২১৮, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২ টি আসনে, কংগ্রেস ১১৬ টি আসনে, ইসলামী ঐক্য জোট ৪৫ টি আসনে, তৃণমূল ১৫১ টি আসনে এবং জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদ ৯১ টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে।