শাহাদত হোসেন কাবিল
ব্যথায় কাতর হাঁটিতে পারি না
ঘরে বসে দিন যায়
আমার পৃথিবী গুটিয়ে এসেছে
সদা তাই মনে হয়।
আড়াই বছর কষ্টে আছি
কোন চিকিতসায় হলো না কিছু
ব্যথা আমার আঁকড়ে ধরেছে
কিছুতেই ছাড়ছে পিছু।
পেশাগত কারণে ছুটেছি আমি
রাত দিন কি বুঝিনি
জীবনের জন্য আরাম আয়েশ
কখনো আমি খুঁজিনি।
সেই যে পড়া কালের পড়া হলো
ডান পা আমার অচল
হে আল্লাহ রহমানুর রহিম
পা করে দাও সচল।
ভাই বন্ধু আপন জন
সবার কাছে চাই দোয়া
আপনাদের কাছে এটাই আমার
একমাত্র চাওয়া।
ফেসবুক থেকে সংগৃহীত