স্টাফ রিপোর্টার। অভয়নগরের নওয়াপাড়া বাজারে পেঁয়াজ কেজি প্রতি ২০০টাকা করে বেঁচাকেনা হচ্ছে। শনিবার সকালে দেশি পেঁয়াজের কেজি ১৫০-১৬০টাকায় বিক্রি হলেও দুপুরে সেই পেঁয়াজ বিক্রি হয় ১৯০-২০০টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০-১৬০টাকায়।
শনিবার বিকালে নওয়াপাড়ার কাঁচাবাজার ঘুরে দেখা যায়, মেসার্স আল্লাহর দান ভান্ডারে পাইকারি হিসেবে পেঁয়াজ বিক্রি হচ্ছে দেশী ১৯০টাকা, ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৫০টাকায়। বাজারের বড় পাইকারি দোকান
ঋতিক ভান্ডারে পেঁয়াজ মজুদ থাকলেও পেঁয়াজ বিক্রি না করে দোকানদার দূরে দূরে ঘুরে বেড়াচ্ছেন।
খুচরা বিক্রেতা আবদুস সালাম জানান, পেঁয়াজের দাম বাড়ার মূল কারণ মোকামে দাম বেশি। তারপর রয়েছে পরিবহণ সংকট। নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ব্যবসায়ী জানান, ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে। কাঁচাবাজার করতে আসা ক্রেতা জাহাঙ্গীর আলম জানান, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এক কেজি পেঁয়াজের পরিবর্তে আধাকেজি পেঁয়াজ কিনে বাড়িতে ফিরছি।
অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ বলেন- বিষয়টি মাত্র শুনলাম। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।