শার্শা উপজেলার বেনাপোলের বাহাদুরপুরে ঋণের দায়ে গলায় দড়ি দিয়ে একই সাথে স্বামী ও স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) তাদের ভাড়া নেয়া বাড়িতে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যাকারিরা হলেন, স্বামী ইয়ামিন (২৮), ও তার স্ত্রী তনু (২৪)।
জানা যায়, তারা এক সপ্তাহ আগে উল্লিখিত বাসাটি ভাড়া নেন। ইতোপূর্বে তারা যশোরে পুলেরহাটে বসবাস করতো। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য সে নিজের বাড়ি জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির ছয় মাসের একটি সন্তান রয়েছে। প্রতিবেশিরা বাচ্চার কান্নার শব্দে ঘরের ভিতর জানালার ফাঁক দিয়ে তাকালে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর তারা আশেপাশের লোকজনকে খবর দিলে পরবর্তীতে থানা পুলিশকে খবর দেয়া হয় ।
বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল কার্যক্রমসহ ঘটনা অনুসন্ধান শুরু করেছেন।