তারিম আহমেদ ইমন, অভয়নগর (যশোর) থেকে- অভয়নগর উপজেলার ভৈরব নদে ৬০০ মেট্রিক টন কয়লা
বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার দুপুরে ভৈরব নদের ভাটপাড়া খেয়াঘাট সংলগ্ন এলাকায়এমডি পূর্বঞ্চল-৭ নামের একটি কার্গো জাহাজ ডুবে যায়।
পূর্বঞ্চল জাহাজের মাস্টার এনায়েত হোসেন জানান, ৬০০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজটি নওয়াপাড়া নৌবন্দরে নোঙর করতে না পেরে ভাটপাড়া এলাকায় নোঙর করে। মঙ্গলবার সকালের পর হঠাৎ করে জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে থাকে। মুহুর্তের মধ্যেই জাহাজটি ডুবে যায়। জাহাজের কয়লা আনলোড
করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। জাহাজডুবির পর নৌ চলাচল স্বাভাবিক আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মালামাল
আনলোড হওয়ার পরে জানা যাবে। তবে কী কারণে জাহাজের তলদেশ ফেটে গেছে সে বিষয়ে কিছুই জানাতে পারেন নি জাহাজের মাস্টার।
জেএইচএম গ্রুপের কর্মকর্তা রাহুল দেব জানান, জাহাজে থাকা কয়লা উদ্ধারের চেষ্টা চলছে। জাহাজটি উদ্ধার না করা পর্যন্ত বলা যাচ্ছে না কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, কয়লা বোঝাই জাহাজের তলদেশ ফেটে ডুবে
গেছে বলে খবর পেয়েছি। তবে লিখিতভাবে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা
গ্রহণ করা হবে।