রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধি।। দেবহাটা উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার শহীদ মিনারে ২১ এর প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, সরকারী কেবিএ কলেজ, হাজী কেয়ামুদ্দিন মেমোরিয়াল মহিলা কলেজ, দেবহাটা কলেজ, দেবহাটা ইউনিয়ান পরিষদ,সখিপুর ইউনিয়ান পরিষদ, সরকারী বিবিএমপি হাইস্কুল,সব রেস্ট্রি অফিস, এসি ল্যান্ড অফিস, শিক্ষক সমিতি, আইডিয়াল সংস্থা, আনসার ভিডিপি, উপজেলা বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন বাংলার সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম নাজানা অনেকেই। নানা শ্রেণী পেশার মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করে সেইসব শহীদদের যারা ভাষার জন্য উৎসর্গ করেছেন প্রাণ।
এরপরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরিফ মোহাম্মদ তিতুমীর। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা নাজমুস সাহাদাত নফর বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম, দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমারসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। পরে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা এবং পুরষ্কার বিতরন করা হয়।