বিলাল মাহিনী
রাতের ঘুম কেড়ে নিয়েছে দিনের দুপুর
চোখ মেলে দেখি নির্জন বিকেল
রাত গভীর হয়, জট বাঁধে মানুষের
হোয়াটস এ্যাপ, ইমো, মেসেঞ্জারে বুদ হয় শত কোটি অক্ষিযুগল
আবারও রাত্রির ঘুমগুলো চুরি হয়ে যায় ঘুমের দুপুরে…
নিয়তির অপেক্ষায় নিষ্পলক নিশি জেগে থাকে ধুসর মন
অশরীরী হয়ে ঘুরে বেড়ায় অধোকালো ছায়া
মস্তিস্কের চারপাশে;
গল্পের মানুষ আর মানুষের গল্প কি এক হতে পারে?
তাইতো এখন মায়ার প্রেমে নয়, প্রেমে পড়ি মৃত্তিকার
তিল তিল করে ইট-পাথর না জমিয়ে
ওয়্যারড্রপ ভরে রাখি একাকীত্বের সুখ দিয়ে
আর যেদিন থেকে বুঝতে শিখে গেছি-
আশা ছেড়ে দিলেই সুখ বাসা বাঁধে জীবনের ছোট্ট খামে,
সেদিন থেকে নিয়তির রেললাইন ধরে-
নিশ্চিত সুখের মানজিলে ছুটে চলে অমৃত গেলা অতৃপ্ত মন।