1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নারিকেল গাছে ভেসে উঠেছে মানুষের মুখ - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে অস্ত্র, ককটেল ও গোলাবারুদ উদ্ধার বর্ষায় ঠান্ডা লেগে ঘন ঘন জ্বর আসছে, কাশি কমছেই না, কিসের লক্ষণ? প্রকৌশল পদ ও ‘বিসিএস ক্যাডার’ সমমানের পদোন্নতি নিয়ে সংকট শ্যামনগরে ভিমরুলের কামড়ে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু পঞ্চগড়ে জুলাই দ্রোহ করবে ছাত্রশিবির দৌলতপুরে মাইলষ্টোন কলেজের নিহত অভিভাবক রজনীর কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা নিবেদন ভোমরা সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার শাহবাগ ছাড়লেন ‘জুলাই যোদ্ধা’রা, পুলিশের লাঠিচার্জে অবরোধ প্রত্যাহার শাহবাগ মোড়ে জুলাই যোদ্ধাদের ২ গ্রুপের সংঘর্ষ ক্ষমতায় এলে ‘ফ্যামিলি কার্ড’ মায়েদের নামে: টুকু

নারিকেল গাছে ভেসে উঠেছে মানুষের মুখ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৮৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

যেদিকে চোখ যায় চারদিকে অবারিত সবুজের সমারোহ। এর মধ্যে ঠাঁই দাঁড়িয়ে আছে কয়েকটি ভিয়েতনামি নারিকেল গাছ। এর মধ্যে একটি নারিকেল গাছে ভেসে ওঠেছে মানবাকৃতির অবয়ব। হঠাৎ এই দৃশ্য বাড়ির মালিকের চোখে পড়ে। পরে এটি বাড়ির অন্যদের জানালে মুহূর্তের মধ্যে এলাকায় জানাজানি হলেই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে যায়।

এমনই দৃশ্য দেখা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের চেওরাইদ গ্রামের উত্তরপাড়া ইলুর বাড়িতে। কৌতুহলী লোকজনরা অনেকেই বিষয়টিকে অলৌকিক বলে প্রচার করছেন। কেউ কেউ আবার স্বাভাবিক প্রকৃতির খেয়ালিপনাও মনে করছেন।

গত শুক্রবার (২৪ মে) ঘটনাটি প্রথম জানাজানি হয়। সেদিন থেকেই গাছটিকে ঘিরে উৎসুক মানুষের ভিড় জমেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা এবং এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য!

রোববার (২৬ মে) সরেজমিনে দেখা যায়, বাড়ির আশপাশে মানুষের ভিড়। কৌতূহল নিয়ে তাকিয়ে দেখছেন অনেকেই। এই গাছটিকে দেখতে আসা মানুষেরা জানান, এর আগে এমন দৃশ্য কখনো দেখেননি তারা। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ার পর কৌতূহল নিয়ে তারা দেখতে এসেছেন।

এ সময় কথা হয় স্থানীয় কয়েকজনের সঙ্গে তারা বলেন, এ ঘটনা লোকমুখে শুনার পর স্বচক্ষে নারিকেল গাছে মানুষ আকৃতির চেহারা দেখতে আসলাম এবং দেখেছি। এটি অলৌকিক হউক বা স্বাভাবিকই হউক। দেখার পরে বিস্মিত হলাম আমরা।

বাড়ির মালিক মোজাম্মেল হক ফরিদ বলেন,গত শুক্রবার দুপুরের দিকে বাড়ির পূর্ব পাশের ঘরে শুয়ে মোবাইল দেখছিলাম। হঠাৎ জানালা দিয়ে গাছের দিকে চোখ পড়তেই দেখি মানুষের আকৃতির মতো। তিনি আরো বলেন, সঙ্গে সঙ্গে শুয়া থেকে উঠে বসি। শুরুতে ভীষণ ভয় পেয়েছিলাম। পরে বাড়ির সবাইকে ডেকে এনে দেখাই। আমরা এ বিষয়টিকে স্বাভাবিকই মনে করছি, তবে মানুষজন দেখতে আসছে।

এ বিষয়ে তরুণ লেখক ও কলামিস্ট বাদশাহ আবদুল্লাহ বলেন, আল্লাহ তাআলা মানুষকে দিন দিন কত অলৌকিক মুজেজা দেখাচ্ছেন। তবে এটা স্বাভাবিক কিছু মনে হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক বলেন, যাদের জীবন আছে তাদের ক্ষেত্রে অনেক সময় অনেক কিছুই ঘটে থাকে। এটি অলৌকিক কিছু না। গাছে সার ও খাদ্যের অভাবে অনেক সময় এমন আকৃতি ধরতে পারে। আকৃতির পরিবর্তনের কারণে হয়তো ভিন্নরকম দেখাচ্ছে। আমাদের সময়ডটকম

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews