1. bdtelegraph24@gmail.com : Bdtelegraph Bangla :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. islam.azizul93@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
১৯২ বছরে পা রাখলো কচ্ছপ জোনাথন - টেলিগ্রাফ বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

১৯২ বছরে পা রাখলো কচ্ছপ জোনাথন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২ জুন, ২০২৪
  • ১১৮ জন খবরটি পড়েছেন

কচ্ছপ জোনাথন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাণী। এ বছর সে ১৯২ বছরে পা রাখলো। তার জন্ম ১৮৩২ সালে। বৃটেনের সেন্ট হেলেনা দ্বীপে থাকে জোনাথন। সে খুব শান্ত স্বভাবের। জোনাথন তার জীবনে তো কম কিছু দেখলো না । সে রেডিও আবিস্কার দেখেছে। রেডিওর প্রথম গানটি সরাসরি শুনেছে। টেলিভিশন আবিষ্কার দেখেছে। পৃথিবীর প্রথম ইলেকট্রিক বাল্বটি জ্বলে উঠলে তার দিকে জোনাথন আশ্চর্য হয়ে তাকিয়েছিলো।
পৃথিবীর প্রথম ক্যামেরার ছবি তোলা দেখে মুচকি হেসে বলেছিলো, ‘বাহ, কি সুন্দর । মানুষ ক্যামেরাও আবিস্কার করে ফেলেছে?’ বিশ্বের প্রথম টেলিফোনের রিঙ শুনেও জোনাথন চমকে উঠেছিলো।

বৃটেনের সদ্য প্রয়াত রাণী এলিজাবেথ যেদিন জন্ম নিয়েছিলেন, সেদিন জোনাথন ৯৪ বছরের ছোট্ট কিশোর। এলিজাবেথ যেদিন ৯৬ বছর বয়সে চিরবিদায় নিলেন, দীর্ঘশ্বাস ফেলে জোনাথন মনে মনে বলেছিলো- আহ, এতো তাড়াতাড়ি চলে গেলো ছোট্টো মেয়েটা?

আরো অনেক কিছু দেখেছে জোনাথন। সে আমেরিকার ৪১ জন প্রেসিডেন্টের আগমন ও বিদায় দেখেছে। ১ম ও ২য় দুটো বিশ্বযুদ্ধই সরাসরি দেখেছে জোনাথন। বিজ্ঞানীদের রাজা আলবার্ট আইনস্টাইন যেদিন জন্ম নিলো, তখন জোনাথন মাত্র ৪৭ বছর বয়সের ছোট্টো বালক। চাঁদে নেইল আর্মস্ট্রঙের পা রাখা দেখে উনাকে নাতি বা পুতি ভেবে খুশিতে গান গেয়ে উঠেছিলো জোনাথন।মানুষের মঙ্গল গ্রহে নামা দেখার জন্যও সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা জোনাথনের সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করি । (ফাউন্ডার, প্ল্যানেট মিডিয়া)/ মানব জমিন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews