রোববার গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাস্থ্যখাতে এক সময় অনেক দুর্নীতি ছিলো। দুর্নীতির জন্য ঠিকমতো কাজ করা যেতো না। আমরা সে অবস্থার পরিবর্তন ঘটিয়েছি। বিটিভি
তিনি বলেন, ড্রাইভার লেভেলে যখন দুর্নীতি হয়, তখন কী করার থাকে? এতোদিন এদের ধরা হয়নি। আমরা খুঁজে বের করছি, ব্যবস্থা নিচ্ছি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকরা তথ্য সংগ্রহ করা এক জিনিস। আর ফাইল চুরি করা আরেক জিনিস। স্বনামধন্য পত্রিকার সাংবাদিক ফাইল চুরি করলো। সে ফাইল চুরি করতে গেলো, এটা অপরাধ না। সে আবার ফাইল চুরি করার জন্য পুরস্কার পেলো। এটা কী দুর্নীতি না ডাকাতি? ওই সাংবাদিক সম্পর্কে তিনি আরো বলেন, ধরা পড়ে আন্তর্জাতিক ফিগার হয়ে গেলো। হিরো হয়ে গেলো, আর আমরা তো জিরো।
তিনি বলেন, সারাবিশ্বে সব টিভি চ্যানেল ও পত্রিকার মালিক বড়লোকরাই হয়। কিন্তু আমি যখন হাত দিয়েছি, কাউকেই ছাড়বো না।
প্রশ্নের জবাবে নোবেলজয়ী ড. ইউনূসের নাম না নিয়েই প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে আর গরীবের টাকা মেরে খাবে, তা কী করে হয়। সেটার নাকি আবার বিচার করা যাবে না! আমাদের সময়ডটকম