সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনে ব্যাপক সহিংসতার মধ্যে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে এ কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সিনিয়র জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে এ কারফিউ জারি থাকবে।