1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৭দিন পর পুলিশের কর্মবিরতি প্রত্যাহার - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শাহবাগে ছাত্রদলের সমাবেশে রাকিবুল: ছাত্রদলকে রুখতে পারবে না কেউ ইসলামে বন্ধুর মর্যাদা ও সঠিক বন্ধু নির্বাচনের গুরুত্ব কক্সবাজার বিমানবন্দরে উড়োজাহাজের সাথে কুকুরের ধাক্কা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনেই বিচার পরিচালিত হবে: তাজুল এনসিপির সমাবেশ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন সারজিস মার্চ ফর জাস্টিস অংশ নেয়া  শিক্ষকদের প্রত্যাশা ও প্রাপ্তি ত্রয়োদশ নির্বাচনে বিএনপি’র ১০০ আসন চূড়ান্ত, ২০০ আসনে মনোনয়ন প্রত্যাশী দেড় হাজার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলছে আজ নির্বাচন সামনে রেখে নতুন ডিসি নিয়োগের প্রস্তুতি পেকুয়ায় যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ যুবক আটক

৭দিন পর পুলিশের কর্মবিরতি প্রত্যাহার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১১৫ জন খবরটি পড়েছেন

সাত দিন পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পুলিশ সদস্যরা। রবিবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান এ ঘোষণা দেন।

তারা বলেন, ‘আমরা সরকারের কাছে যেসব দাবি জানিয়েছিলাম তার বেশিরভাগই মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাই আমরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি। আশা করি সবাই সুন্দরভাবে নিজ নিজ দায়িত্বে ফিরবেন।’
শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে গত ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।

এর আগে বিকাল ৫টার দিকে পুলিশের পক্ষ থেকে ২০ সদস্যদের একটি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন। প্রায় আড়াই ঘণ্টা বৈঠকে তাদের ১১ দফা দাবি নিয়ে বিস্তর আলোচনা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. এম শাখাওয়াত হোসেন পুলিশ সদস্যদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। বৈঠকে পুলিশের আইজিপি, র‌্যাবের ডিজিসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে যেসকল সিদ্ধান্ত গ্রহন করা হয়- ১. পুলিশের পোশাক পরিবর্তন হবে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাদে সবার ইউনিফর্ম একই হবে। লোগো বদল হবে।২. চলমান ইস্যুতে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ৩. পিএসসি’র অধীনে এসআই/সার্জেন্ট নিয়োগ না হয়ে হেডকোয়ার্টার্সের অধীনে নিয়োগের বিষয়ে হেডকোয়ার্টার্সের কাছে ক্লিয়ারেন্স আছে। ৪. এসআই/সার্জেন্ট পদ মার্চ এবং ট্রেনিংয়ের সময় যে বৈষম্য হয় সেটা দূর করা হবে। এসআই/সার্জেন্টকে সব ইউনিটে পদায়ন নিশ্চিত করা হবে। ৫. সব ভাতা, ফ্রেশ মানি, সোর্স মানি বৃদ্ধি করা হবে। ৬. টিএ বিল যথা সময়ে প্রদানের বিষয়ে একমত। ৭. ঘণ্টা ডিউটি এনশিওর করা হবে। ম্যানপাওয়ার শর্ট থাকলে সেখানে সপ্তাহে একদিন ছুটি/ডে অফের ব্যবস্থা থাকবে। ৮. ভিভিআইপি মুভমেন্টের সময় ফোর্স ডিপ্লয়মেন্ট কমানো এবং এসএসএফ আইন সংশোধন করার বিষয়ে আলোচনা করা। ৯. বছরে একটা বেসিক দেওয়ার বিষয়টি আটকে আছে। সেটা দ্রুততার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে দেওয়া ব্যবস্থা করা হবে। ১০. অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা দেওয়া হবে। ১১. নিজ রেঞ্জে পোস্টিংয়ে গুরুত্ব দেওয়া হবে। ১২. কমিউনিটি ব্যাংকের হিসেব প্রতি বছর দেওয়া হবে।১৩. নারী পুলিশ পরিদর্শকদের থানা পর্যায়ে সুযোগ দেওয়ার বিষয়ে পজিটিভ। বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews