মোঃ মাসুম বিল্লাহ
আমার অস্তিত্বে অনুভব করি তোমাকে, আমার দেশ সোনার বাংলাদেশ।
যখন ধর্ষিত হয় আমার স্বপ্ন ,শকুনের মতো নেমে আসে নরপশুরা
ছিন্ন ভিন্ন করে তোমার শরীর। রক্তের লেলিহান শিখা আরো লোলুপ করে তোলে সে হিংস্র হাতকে,
মৃত্যুপুরীর বিদগ্ধ যন্ত্রনা তোমার শরীর জুড়ে। টেকনাফ থেকে তেঁতুলিয়া দেখেছে এক অসহ্য নরক যন্ত্রনা।
৫৬ হাজার বর্গ মাইল জুড়ে অস্তিত্ব সংকটে ছুটেছে মানুষ। আমি আর সব মানুষের মতো ছুটেছি, কিন্তু পারিনি বাঁচতে।
মরে গিয়ে বাঁচতে শিখেছি নতুন করে। আমি রনাঙ্গনে সোফিয়া হয়ে উঠেছি অতৃপ্ত বাসনা নিয়ে।
আমি সেতারা আর তারামান বিবির মতো অস্ত্র তুলেছি হাতে। তুলেছি আপন পতাকা বিশ্বের সম্মুখে।