মোঃ মাসুম বিল্লাহ
মঙ্গলবার (৫ নভেম্বর ) ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো স্মরণকালের নজির বিহীন ইসলামি সম্মেলন। ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় অসংখ্য আলেম–ওলামা উপস্থিত ছিলেন। মঙ্গলবার সকাল নয়টা থেকে শুরু হয়ে বেলা একটার দিকে এ সম্মেলন শেষ হয়।
ওলামা মাশায়েখ বাংলাদেশ এর উদ্যোগে তাবলিগ কওমি মাদ্রাসা ও দ্বীন রক্ষার্থে এ সম্মেলনের আয়োজন করে। মহাসম্মেলনে দেশের শীর্ষ ওলামায়ে কেরামরা বক্তব্য দেন। তাবলিগ জামায়াতের দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিপক্ষে এই মহাসম্মেলন করেছেন প্রয়াত মাওলানা জুবায়েরুল হাসানের অনুসারীরা।
সম্মেলনটি দুটি বিশেষ কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করে। এক. সম্মেলনে শীর্ষ ওলামায়ে কেরামরা বলেছেন, দেশে এবছর বিশ্ব ইজতেমা বিগত বছরের মতো দুই পর্বে না করে পূর্বের ন্যায় এক পর্বে করার সিদ্ধান্তে উপনীত হয়। দুই. সম্মেলন শেষে তাবলীগের স্বেচ্ছাসেবক দল নিজ উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যান, ঢাবির আশপাশের এলাকায় পড়ে থাকা পলিথিন, বোতল, প্যাকেটসহ পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা। এই কার্যক্রম ঢাবি শিক্ষার্থী থেকেে শুরু করে সর্বস্তরের মানুষের কাছে প্রশংসা কুড়িয়েছে সম্মেলন পরবর্তী তাবলীগ কমিটি। অনেকেই প্রশংসা করে বলছেন, এমন ইসলামি সংস্কৃতির চর্চা যদি প্রতিটি মানুষের মাঝে থাকে তবে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে।