বিলাল মাহিনী
শতবার শত বৎসর যাবৎ তাকে বুঝাতে ব্যর্থ হলাম/ জোর করে আর যাইহোক, সম্পর্ক টিকিয়ে রাখা যায় না
আজ কপাল খারাপের দিন, মনটাও বড্ড খারাপ / স্বপ্ন-আশা ভেঙে যায় নিঃশব্দে চুপচাপ
এ পাড়ে বসে শুধু চাই পরিত্রাণ / এই কী ছিল কপালে, ওহে ভগবান!
নিঃশ্বাসে ঘাম ঝরে মাস্তকের কেশ বেয়ে/ অমাবস্যায় ছেয়ে গেছে শুভ্র মেঘের উঠোন
নীল আসমানে কৃষ্ণকায় মেঘ জমে / হারিয়ে সূর্যালো অন্ধকার নামে;
গোধূলি উঁকি দেয় নাকের ডগায়/ প্রেম-ভালোবাসা সব ভাসে গঙায়!
এখন চুপচাপ বসে থাকি নদীর চরে, মরা ঘাসের পাশে,/ হৃদয়ে জমে বিষাদ, স্মৃতি জলে ভাসে
উজান হাওয়ায় মিশে যায় কান্নার ধুলো/ কঠিন বাস্তবতা, এ জীবন শেখালো।
জানি, মন খারাপ থাকা, আর কিচ্ছু নয়,/ ক্ষণিকের অতিথি,
ভোরের ঊষা উঠবে, জ্বালবে আলো অদিতি।
বুকের গভীরে লুকানো স্বপ্নগুলো, নিরবতা ভেঙে/ আবার নতুন করে জীবন রঙে রঙে উঠবে ভরে ।
আপনাকে বলি, মন খারাপ হলে কেঁদে নাও,/ তোমার দুঃখও একদিন হারিয়ে যাবে,/হোক প্রশান্তসম, তাও
বৃষ্টি শেষে যেমন রঙধনু হাসে, / তুমিও হাসবে আমার ভালোবাসার পাশে।
আমি ভালোবেসেছি, ছেড়ে যাওয়ার জন্য নয় / আগলে রাখবো প্রিয়, হোক জয়, নয় ক্ষয়।।