প্রভাবশালী সাবেক মন্ত্রী সালমান এফ রহমান, হাসানুল হক ইনু, শাহজাহান খান, জুনাইদ আহমেদ পলক, সাবেক ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম ও আইনজীবী মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে আজ আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে।
সকাল ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় সাবেক এই মন্ত্রীদের। প্রথমে তাদের হাজতখানায় রাখা হয়, পরে একে একে ২৭ নং কোর্টে, ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের এজলাসে তোলা হয়। আদালতে তাদের বেশিরভাগই বিমর্ষ মুখে উপস্থিত হন।
শুনানি শেষে, সংশ্লিষ্ট থানাগুলির মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। সালমান এফ রহমানকে মিরপুর থানার হত্যার অভিযোগে, শাহজাহান খানকে হাতিরঝিল থানার হত্যার অভিযোগে, জুনাইদ আহমেদ পলককে শাহবাগ থানার হত্যার অভিযোগে, আতিকুল ইসলামকে উত্তরা পশ্চিম থানার হত্যাচেষ্টা ও হত্যার অভিযোগে, হাসানুল হক ইনুকে গুলশান থানার হত্যার অভিযোগে এবং মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পশ্চিম থানার হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, হাসানুল হক ইনুর রিমান্ড আবেদন মঞ্জুর করা হলে, তাকে ৪ দিনের রিমান্ডে পাঠানো হয়।
এজলাস থেকে বের হওয়ার সময়, আদালতের সামনে শাহজাহান খান সাংবাদিকদের সঙ্গে রসিকতা করে বলেন, “খুব ভালো, খুব ভালো। হাহাহা।”