1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তথাকথিত "দরবেশ” ছদ্দবেশের আড়ালে ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান" - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট প্রকাশ হবে জুলাই ঘোষণাপত্র ‘গ্রেটার বাংলাদেশ’ মানচিত্র: ভারতের পার্লামেন্টে বিতর্ক, বাংলাদেশ সরকারের ব্যাখ্যা পরীক্ষা ছাড়া পাস: ছাত্রলীগ নেত্রী, ৬ মাস তদন্তহীন জুলাই ঘোষণাপত্র নিয়ে মধ্যরাতে দুই উপদেষ্টার স্ট্যাটাস কয়রায় মিঠা পানির তীব্র সংকট, ভরসা শুধু বৃষ্টির পানি উদ্ধারের নামে ফাঁদ, শিশুদের পানিতে ফেলত কুকুর বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন নরসিংদীর রায়পুরায় পুলিশের অভিযানে অস্ত্র, ককটেল ও গোলাবারুদ উদ্ধার বর্ষায় ঠান্ডা লেগে ঘন ঘন জ্বর আসছে, কাশি কমছেই না, কিসের লক্ষণ? প্রকৌশল পদ ও ‘বিসিএস ক্যাডার’ সমমানের পদোন্নতি নিয়ে সংকট

তথাকথিত “দরবেশ” ছদ্দবেশের আড়ালে ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান”

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২০১ জন খবরটি পড়েছেন
গত ১৫ বছরে ৫৭ হাজার কোটি টাকা লুট করেছেন বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান

ডেস্ক নিউজ

গত দেড় দশকে বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাত থেকে ৫৭ হাজার কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে বাংলাদেশের ব্যবসায়ী ও আওয়ামী লীগের নেতা সালমান এফ রহমানের বিরুদ্ধে। অনুসন্ধানে দেখা গেছে, বিভিন্ন নাম ও প্রতিষ্ঠানের মাধ্যমে ১৮৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এই বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে। খবর দৈনিক আমার দেশের।

অনুসন্ধান প্রতিবেদন অনুসারে, সালমান এফ রহমান এককভাবে ৫০ হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণের নামে ও ৭ হাজার কোটি টাকা পুঁজিবাজার থেকে নিয়েছেন। তার মালিকানাধীন এবং বেনামি প্রতিষ্ঠানগুলো থেকে ঋণ আদায়ের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও নিয়মনীতি ভেঙে বিপুল পরিমাণ অর্থ লুট করা হয়েছে। এর মধ্যে ২৩ হাজার কোটি টাকা এখন খেলাপি অবস্থায় রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক ছত্রছায়ায় সালমান এফ রহমান এবং তার সহযোগীরা দেশের ব্যাংকিং খাতে বিশাল অনিয়ম এবং দুর্নীতি চালিয়েছেন। সাবেক বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোস্তফা কে মুজেরী বলেন, “রাজনৈতিক প্রভাবের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন ভঙ্গুর অবস্থায় পড়ে গেছে এবং সঠিক পদক্ষেপের অভাবে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।”

বিশেষ করে জনতা ব্যাংক থেকে ২৪ হাজার কোটি টাকা, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, আইএফআইসি ব্যাংকসহ আরও বিভিন্ন ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। সালমান এফ রহমানের প্রতিষ্ঠানগুলোকে সুবিধা দিতে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালকরা অনিয়ম করেছেন, এমন অভিযোগও উঠেছে।

এছাড়া, শেয়ারবাজারে তার কারসাজির কারণে অনেক বিনিয়োগকারী পথে বসেছেন। তিনি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যক্তি ও বেনামি প্রতিষ্ঠানগুলোর নামে শেয়ার কিনে পুঁজিবাজারে কারসাজি করেছেন। গত কয়েক বছরে ৭৪ ব্যক্তি ও ৮টি বেনামি প্রতিষ্ঠান ৬ হাজার ৭৯৭ কোটি টাকার শেয়ার কিনে এ ঘটনা বাস্তবায়ন হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সি ইউনিট (বিএফআইইউ) শেয়ারগুলো বাজেয়াপ্ত করেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, অনেক ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ দেয়ার সময় ব্যাংকগুলো নির্ধারিত নিয়মনীতি অনুসরণ করেনি, যার ফলে বিপুল পরিমাণ অর্থ সরকারি ব্যাংকগুলো থেকে বের হয়ে গেছে। এসব ঋণ সঠিকভাবে ফেরত না আসার কারণে দেশের ব্যাংক খাতে একদিকে যেমন দুর্নীতি বেড়েছে, অন্যদিকে দেশের অর্থনীতির জন্যও এটি বিপজ্জনক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews