স্টাফ রিপোর্টার
বাংলাদেশে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা সহ হাড় কাঁপানো শীত পড়তে পারে। চলতি মৌসুমের এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী শৈত্যপ্রবাহ হতে পারে বলে আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন।
বাংলাদেশে শীতের প্রকোপ বাড়তে থাকায় দেশবাসীকে কষ্টকর সময় পার করতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশা সহ তীব্র শীত পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, “শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠেছে। ফলে কুয়াশা ও শীত দুটিই আগামী কয়েক দিনে দ্রুত বাড়তে পারে। ১৪ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে।”
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর পাশাপাশি যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং সিলেট বিভাগে শীতের তীব্রতা বেশি থাকতে পারে।
বুধবার (৮ জানুয়ারি) সারা দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শৈত্যপ্রবাহের তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। ঢাকার তাপমাত্রাও ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।