স্টাফ রিপোর্টার
বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার স্থাপনের দীর্ঘদিনের দাবি আস্তে আস্তে বাস্তব রূপ নিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার জানিয়েছেন, বাংলাদেশে ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার স্থাপনের জন্য সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি জানান, বুলগেরিয়া ইতিমধ্যে বাংলাদেশে ভিসা সেন্টার স্থাপনের উদ্যোগ নিয়েছে। অন্যান্য ইউরোপীয় দেশগুলোকেও এই বিষয়ে অনুরোধ করা হয়েছে। তবে, এই ধরনের সিদ্ধান্ত নিতে একটি দেশকে অনেকগুলি অনুমোদন নিতে হয়, ফলে এই প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ।
এই উদ্যোগের ফলে বাংলাদেশের নাগরিকদের ইউরোপ ভ্রমণ সহজতর হবে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।