জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দাবি করেছেন যে, জুলাই বিপ্লবের সময় ফ্যাসিবাদী শক্তি জয়ী হলে দেশে দুই লাখ মানুষকে জেলে যেতে হতো।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেছেন যে, আওয়ামী লীগের আমলে বাংলাদেশে বিশ্ব ইতিহাসের সর্ববৃহৎ লুটপাট হয়েছে। তিনি শনিবার (১১ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন।
শফিকুল আলম আরও বলেন, আওয়ামী লীগ সরকার চোরতন্ত্রের মাধ্যমে দেশের সম্পদ লুট করেছে এবং বিদেশে পাচার করেছে। তিনি অভিযোগ করেন যে, সে সময় বিদেশে টাকা পাচারকারীরা এখন সেই টাকায় প্রচারণা চালাচ্ছে এবং দেশে মৌলবাদী শক্তির উত্থান দেখাতে চাইছে।
জুলাই বিপ্লবের বিষয়ে শফিকুল আলম বলেন, অনেক গণমাধ্যম আন্দোলনকারীদের ‘জাতির শত্রু’ হিসেবে তুলে ধরেছিল। তিনি দাবি করেন যে, যদি ফ্যাসিবাদী শক্তি জয়ী হতো, তাহলে দুই লাখ মানুষকে জেলে যেতে হত।
অন্যদিকে, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, শেখ হাসিনা বৃহত্তম জেলখানা, বৃহত্তম গোরস্থান তৈরি করেছিলেন। তিনি শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবীদের ফ্যাসিবাদের সহযোগী বলে অভিহিত করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, আওয়ামী লীগের আমলে দেশে স্বৈরাচার চালু ছিল এবং অনেক নির্যাতন চলেছিল।