স্টাফ রিপোর্টার
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক ও সেরা নির্বাচন হিসেবে গড়তে সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার তেজগাঁওয়ের তার কার্যালয়ে নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারাল্ড গুলব্রানসেনের সাথে এক বৈঠকে তিনি এ পরিকল্পনা ঘোষণা করেন।
ড. ইউনূস বলেন, “আমরা আগামী নির্বাচনকে একটি ঐতিহাসিক উদাহরণ হিসেবে গড়ে তুলতে চাই।” নরওয়ের রাষ্ট্রদূত গুলব্রানসেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি ড. ইউনূসের হাতে তুলে দেন, যাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের শক্তিশালী সমর্থন ব্যক্ত করা হয়েছে।
এ সময়, ড. ইউনূস বাংলাদেশে নরওয়ের বিনিয়োগ বাড়ানোর জন্য আহ্বান জানান। তিনি গ্রামীণফোনের উদাহরণ তুলে ধরে বলেন, “নরওয়ের টেলিকম জায়ান্ট টেলিনর বাংলাদেশের সবচেয়ে লাভজনক প্রকল্প হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”
নরওয়ের রাষ্ট্রদূত গুলব্রানসেন জানান, নরওয়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে সমর্থন করছেন। তিনি আরও জানান, নরওয়ে বাংলাদেশকে জাহাজ পুনর্ব্যবহার শিল্প এবং সবুজ শক্তি রূপান্তরের ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী।
রোহিঙ্গা সঙ্কট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “শান্তি রক্ষায় নরওয়ে বড় ভূমিকা পালন করেছে, তাই রোহিঙ্গা সঙ্কট সমাধানে তাদের সাহায্য প্রয়োজন।” রাষ্ট্রদূত গুলব্রানসেনও বাংলাদেশকে আন্তর্জাতিক ফোরামগুলোতে ফিলিস্তিন, আন্তর্জাতিক কর এবং প্লাস্টিক দূষণ বিষয়েও সহায়তা করতে আগ্রহী বলে জানান।
এদিকে, নরওয়ের ডেপুটি হেড অব মিশন মারিয়ান রাবে ন্যাভেলসরুড বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, জাতিসংঘের ফিলিস্তিনে মানবিক প্রবেশাধিকার সম্পর্কিত প্রস্তাবে পৃষ্ঠপোষকতার জন্য নরওয়ে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ।