অভয়নগরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার সময় নিখোঁজ হয়েছেন মা ও মেয়ে। শনিবার সকালে শ্বশুর বাড়ি সিরাজ কাটি এলাকা থেকে বাপের বাড়ি চেঙ্গুটিয়া যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।
মাত্র পাঁচ কিঃমিঃপথ যাবার পথে নিখোঁজ রুপা খাতুন ২১ ও তার মেয়ে সিনথিয়া ৩ খোজ করতে থানায় অভিযোগ দায়ের করেছে তার স্বামী।
তার স্বামী মো লিটন জানান বাবার বাড়িতে(চেঙ্গুটিয়া) যাওয়ার উদ্দেশ্যে আমার বাড়ি(সিরাজকাটি, ০৭ নং ওয়ার্ড, নওয়াপাড়া পৌরসভা) থেকে ছোট মেয়েসহ আমার স্ত্রী গতকাল সকাল ১০ঃ৩০ এর সময় বের হয়। কিন্তু বাবার বাড়ি না পৌঁছানোতে শ্বশুর বাড়ির লোকজন এখনো অবধি খোঁজাখুজি করছে। কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। কেউ উক্ত ব্যক্তির কোন খোঁজ পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে ০১৫৭৫০৫২৪৮১ যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিষয়টি সম্পর্কে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।