পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একটি চিঠি লিখেছেন, যেখানে তিনি তার রোগমুক্তি কামনা করেছেন এবং তাকে ‘বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিশাল ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেছেন।
গত ৩১ জানুয়ারি লেখা চিঠিটি রোববার বিকালে পাকিস্তান দূতাবাসের মাধ্যমে বিএনপির গুলশান কার্যালয়ে পাঠানো হয়। এতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
শাহবাজ শরিফ চিঠিতে আরও বলেন, “মানুষের কল্যাণে আপনার অবিচল প্রতিশ্রুতি বহু মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি আপনার সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য দোয়া করছি। আপনি, আপনার পরিবার ও সমর্থকদের সঙ্গে আছে পাকিস্তান।”
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি গত ৭ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়েন এবং লন্ডনে পৌঁছে একটি ক্লিনিকে ভর্তি হন। চিকিৎসা শেষে তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় আছেন।
৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হৃদ্রোগ, ফুসফুস, লিভার ও কিডনির জটিলতায় ভুগছেন। বিএনপি নেতারা বলছেন, উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া জরুরি ছিল।