মুন্সীগঞ্জ প্রতিনিধি।
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে সংঘটিত এই হামলায় সহকারী পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশের ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সম্প্রতি রোমান শেখ (১৬) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার জেরে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ কিশোরের সন্ধানের দাবিতে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা থানায় হামলা চালায়। এ সময় থানার বিভিন্ন কক্ষের সরঞ্জাম, সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের জানালার থাই গ্লাস এবং পুলিশের ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়।
মুন্সিগঞ্জ সহকারী পুলিশ সুপার (সিরাদিখান সার্কেল) ইমরান খান বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করলে তারা তিনদিনের মধ্যে নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার আলটিমেটাম দিয়ে সেখান থেকে চলে যায়।
নিখোঁজ রোমান শেখ স্থানীয় একটি স্কুলে পড়তো এবং পাশাপাশি অটোরিকশা চালিয়ে পরিবারের খরচ যোগাতো। গত ২১ জানুয়ারি সে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা মিরাজ শেখ সিরাজদিখান থানায় একটি মামলা দায়ের করেছেন।