ডেস্ক নিউজ।
জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর জুলাই মাসে বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তাতে ১৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। নিহতদের মধ্যে ১২ থেকে ১৩ শতাংশ ছিল শিশু।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, “এই নৃশংস প্রতিক্রিয়া ছিল সাবেক সরকারের একটি পরিকল্পিত এবং সমন্বিত কৌশল, যা জনতার বিরোধিতার মুখে ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল।”
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকেই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীসমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, তাদের ৪৪ জন কর্মকর্তা নিহত হয়েছেন।
জাতিসংঘের তদন্তে দেখা গেছে, ওই সময় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসমূহ জড়িত ছিল। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তিও এর সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।
জাতিসংঘ এই ঘটনার তদন্তের জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিশন গঠনের সুপারিশ করেছে। একই সাথে তারা নিরাপত্তা ও বিচার খাতের সংস্কারের কথা বলেছে।