টেলিগ্রাফ রিপোর্ট।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত এক নোটিশে এই ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর ও ৫ ফেব্রুয়ারি থেকে কারখানাগুলো লে-অফ অবস্থায় ছিল। নতুন করে কাজের সংস্থান না হওয়ায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৬(৭) ও ২০(৩) ধারা অনুযায়ী প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ছাঁটাই হওয়া শ্রমিকদের আইন অনুযায়ী সকল পাওনা পরিশোধ করা হবে, যা ৯ মার্চ থেকে পর্যায়ক্রমে পরিশোধের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, কারখানা বন্ধের খবরে শ্রমিক অসন্তোষ দেখা না দিলেও শিল্পাঞ্চল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে শান্তিপূর্ণ রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক রয়েছে।