অভয়নগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি শাহ ফরিদ জাহাঙ্গীর, সহসভাপতি সানা আবদুল মান্নান ও যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।
এসময় আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা গাজী নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন বিশ্বাস, শেখ আবদুল ওয়াদুদ, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, লায়লা খাতুন প্রমুখ। শেষে দোয়া পরিচালনা করেন ডিএন মোড় জামে মসজিদের ইমাম শহীদুল ইসলাম। আলোচনাসভা ও দোয়া মাহফিল শেষে কেককেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন করা হয়।