ঢাকার সাত সরকারি কলেজকে একত্রিত করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ (ডিসিইউ) প্রস্তাব করা হয়েছে, যা সাত কলেজের প্রতিনিধিরা অনুমোদন করেছেন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই ঘোষণা দেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গত কয়েক মাস ধরে সাত কলেজকে নিয়ে কাজ করছিল এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মতামত নিয়েছে। সাত কলেজের শিক্ষার্থীদের নিয়ে ২৮টি টিম গঠন করা হয় এবং তাদের মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এটি অনুমোদন করলেই অন্তর্বর্তী প্রশাসনের কাঠামো চূড়ান্ত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো সম্পর্কে তিনি বলেন, সাত কলেজের অধ্যক্ষদের মধ্যে একজনকে অন্তর্বর্তীকালীন প্রশাসক হিসেবে মনোনীত করা হবে। ইতোমধ্যে ইউজিসি সাতজন অধ্যক্ষের সাক্ষাৎকার নিয়েছে এবং তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করা হবে। যার কলেজ হবে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়। পাশাপাশি সাত কলেজে সমন্বয় ডেস্ক গঠন করা হবে এবং সংশ্লিষ্ট অধ্যক্ষরা সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।
নতুন বিশ্ববিদ্যালয়ের আওতায় থাকবে ঢাকার সাতটি সরকারি কলেজ— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী এবং এক হাজারের বেশি শিক্ষক রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।