বাংলাদেশের আকাশে রবিবার সন্ধ্যায় ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে সোমবার (১৫ এপ্রিল) দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪টি জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা সংস্থার তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।
চাঁদ দেখার ঘোষণার পরপরই দেশজুড়ে ঈদের উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বিনিময় শুরু হয়, আর রেডিও-টেলিভিশনে বাজতে থাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান, “ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ…”।
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮:৩০টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মোট পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়, এরপর যথাক্রমে ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০:৪৫টায়।