ক্রীড়া ডেস্ক। ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির বিগ ব্যাশ লিগে (BBL) যোগ দেওয়ার খবর মুহূর্তেই চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। তবে এটি ছিল নিছক এপ্রিল ফুলের একটি মজা।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের দল সিডনি সিক্সার্স মঙ্গলবার (১ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, কোহলি তাদের দলে যোগ দিয়েছেন। পোস্টে লেখা ছিল, ‘কিং কোহলি! বিরাট কোহলি অফিসিয়ালি সিক্সার্সের খেলোয়াড় আগামী দুই মৌসুমের জন্য।’ পোস্টের সঙ্গে কোহলির একটি সম্পাদিত ছবি যুক্ত করা হয়, যেখানে লেখা ছিল ‘স্বাগতম বিরাট কোহলি’।
খবরটি দেখে প্রথমে অনেকেই বিশ্বাস করে ফেলেন। একজন ভক্ত মন্তব্য করেন, ‘ভালো কৌতুক ছিল। প্রথম দিকে সত্যিই বিশ্বাস করে ফেলেছিলাম।’ আরেকজন লেখেন, ‘আমি ভিন্ন টাইমজোনে একদিন পিছিয়ে আছি, তাই বিশ্বাস করাটা কিছুটা স্বাভাবিক।’
তবে বাস্তবে কোহলি সিক্সার্সের সঙ্গে চুক্তি করেননি। বর্তমান নিয়ম অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) কোনো সক্রিয় পুরুষ ক্রিকেটারকে বিদেশি লিগে খেলার অনুমতি দেয় না। এটি শুধুমাত্র অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের জন্য প্রযোজ্য। তবে নারী ক্রিকেটারদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
পোস্টটি যে মজা করার জন্য করা হয়েছিল, তা বোঝা যায় তারিখ দেখলেই। ১ এপ্রিল বিশ্বব্যাপী এপ্রিল ফুল হিসেবে পরিচিত, যেখানে মজার ছলে ভুয়া খবর দেওয়া হয়। অস্ট্রেলিয়ার সময় ভারতীয় সময়ের চেয়ে এগিয়ে থাকায় তারা আগেই এই পোস্ট করে। ফলে উপমহাদেশের অনেক ভক্ত সকালে ঘুম থেকে উঠে খবরটি দেখে বিভ্রান্ত হন।