1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
বাংলা নববর্ষের বর্ণাঢ্য ও বর্ণিল নানা আয়োজনে প্রস্তুত যশোর - টেলিগ্রাফ বাংলাদেশ
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চৌগাছায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে নারীর মৃত্যু মিটফোর্ড হত্যাকাণ্ড: ‘নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা’, সন্দেহ মির্জা ফখরুলের এসএসসিতে অকৃতকার্যদের বিক্ষোভ: সাপ্লিমেন্টারি ও কলেজে ভর্তির দাবি ইউএস-বাংলা এয়ারলাইনসে এক্সিকিউটিভ পদে নিয়োগ, বেতন পঁয়ত্রিশ হাজার দৌলতপুর সীমান্তে পিস্তল, গুলি ও মাদকসহ ইউপি সদস্য আটক মনিরামপুরে ট্রাক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত ভালুকায় গলাকাটা অবস্থায় মা ও দুই শিশুর লাশ, দেবর পলাতক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান,বাঘারপাড়ায় উদ্ধার ২ কোটি টাকার স্বর্ণ জিয়াউর রহমান ও তারেক রহমানের অবমাননাঃ ইবি ক্যাম্পাস বিক্ষোভে উত্তাল ‘৪৮ লাখ টাকা ডোনেশনের দাবি মিথ্যা, এটি ব্যক্তিগত সুবিধা না পাওয়ার জের’: এনসিপি নেতা ইমামুর রশিদ

বাংলা নববর্ষের বর্ণাঢ্য ও বর্ণিল নানা আয়োজনে প্রস্তুত যশোর

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৬৩ জন খবরটি পড়েছেন

যশোর জেলায় বাংলা নববর্ষের প্রথমদিন পহেলা বৈশাখে বর্ণাঢ্য ও বর্ণিল নানা আয়োজন নিয়ে প্রস্তুত যশোর। বিধ্বংসী নানা কর্মকাণ্ড থেকে পরিবেশ, প্রতিবেশ ও প্রাণিকুলককে রক্ষায় সচেতনার বার্তা তুলে ধরা হবে এবারের শোভাযাত্রায়। যশোরে এবারের মঙ্গল শোভাযাত্রার থিম ‘যতনে রাখি ধরণীরে’।

প্রতিবছরের মতো এবারও ৩২টি সাংস্কৃতিক সংগঠন ভোর থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে মুখরিত করে রাখবে শহর। তবে প্রতিবারের মতো এবারও মূল আকর্ষণ থাকবে আনন্দ শোভাযাত্রা।

যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পহেলা বৈশাখ সকাল ৯টায় যশোর কালেক্টরেট চত্ত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। এর আগেই চারুপীঠসহ বিভিন্ন সংগঠন তাদের শোভাযাত্রা নিয়ে কালেক্টরেট চত্ত্বরে গিয়ে একত্রিত হবে। পরে সেখান থেকে মূল আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করবে।

যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে নববর্ষের সব আয়োজন সম্পন্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত ৮টার মধ্যে সব আয়োজন শেষ করা হবে বলে সাংস্কৃতিক সংগঠনগুলো নিশ্চিত করেছে।  

শিল্পী মাহবুব জামাল শামিম ও তার প্রতিষ্ঠান চারুপীঠ আর্ট এন্ড রিসার্চ ইন্সটিটিউট ১৯৮৫ সালে প্রথম যশোরে এ শোভাযাত্রার সূচনা করেন। এবারও তার নেতৃত্বে যশোরে আনন্দ শোভাযাত্রাকে বর্ণিল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের আয়োজনে চারুপীঠের থিম ‘যতনে রাখি ধরণীরে’।

সরেজমিনে চারুপীঠের প্রস্তুতি দেখতে গিয়ে সেখানে মিললো বন, বাঘ, হাতি, ঘোড়া, পাখপাখালি, পাহাড় আর নদীর প্রতিকৃতি। বিধ্বংসী নানা কর্মকাণ্ড থেকে পরিবেশ, প্রতিবেশ আর প্রাণিকূলককে রক্ষায় সচেতনার বার্তা তুলে ধরা হবে এবারের শোভাযাত্রায়।

মাহবুব জামাল শামিম বলেন, পহেলা বৈশাখের শোভাযাত্রায় সব সৃজনশীলতা একসঙ্গে জ্বলে উঠবে। এখানে ঘটবে নাচ, গান, নাটক, যাত্রাসহ সংস্কৃতির সব ধারা সম্মিলন। নদীতে জেলের মাছধরা, বাউলিয়ানা, জারি, সারি, ভাটিয়ালিতে মাতোয়ারা হয়ে পরিবেশের প্রতি ভালোবাসা তুলে ধরবেন শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা।

তিনি বলেন, যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, দখলদারিত্বের কবলে পড়ে পরিবেশ দ্রুতই ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এদিকে কারও নজর নেই। কেউই বুঝতে চাচ্ছে না যে, পরিবেশ না বাঁচলে রাজনীতি, ক্ষমতা, সভ্যতা সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সে কারণে চারুপীঠ যশোর এবারের মঙ্গল শোভাযাত্রার থিম করেছে ‘যতনে রাখি ধরণীরে’।

এদিকে বরাবরের এবারও উদীচী যশোর পহেলা বৈশাখ ভোরে তাদের বর্ণাঢ্য আয়োজন নিয়ে হাজির থাকবে। সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপ্লব জানান, ভোর ৬টা ৩১ মিনিটে যশোর পৌর পার্কে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। একই স্থানে বিকাল চারটা থেকে শুরু হবে তাদের সান্ধ্য আয়োজন।

জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আরম খান দুলু বলেন, সব সংগঠনের প্রস্তুতি শেষ। অতীতের যেকোন সময়ের চেয়ে এবারের আয়োজনে বেশি সাড়া পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। বাসস

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews