বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের অন্যতম প্রধান দৈনিক ‘প্রথম আলো’কে ঈদ উপলক্ষে প্রকাশিত একটি কার্টুনকে কেন্দ্র করে জাতির কাছে ক্ষমা চাইতে বলেছেন। সোমবার দুপুরের পর নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এই দাবি তোলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, “প্রথম আলো ঈদের মত একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করেনি।” তিনি দাবি করেন, ৩০ মার্চের সংখ্যায় প্রকাশিত ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করে ইসলাম ধর্মের পবিত্রতাকে অবমাননা করা হয়েছে।
তিনি আরও বলেন, “মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য। বিষয়টি অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।”
উক্ত স্ট্যাটাস দেওয়ার অল্প সময়ের মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ফেসবুকে তার পোস্টে ২৩ হাজারের বেশি লাইক, ৪ হাজারের বেশি মন্তব্য এবং ৩ হাজারের বেশি শেয়ার হয়েছে।
অনেক অনুসারী তার অবস্থানকে সমর্থন জানালেও, কিছুজন তার প্রতিবাদের সময় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। এক ব্যক্তি মন্তব্য করেন, “বাংলা নববর্ষে কোনো বার্তা না দিয়ে ঈদের কার্টুন নিয়ে সরব হওয়া পক্ষপাতদুষ্ট মনোভাবের ইঙ্গিত দেয় না কি?”
স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান ২০০৭ সালের একটি ঘটনাও স্মরণ করেন, যেখানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ধর্ম অবমাননার অভিযোগে জাতীয় মসজিদের খতিব মাওলানা উবায়দুল হকের মাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন এবং আর এমন কিছু করবেন না বলে তওবা করেছিলেন।
ঘটনার বিষয়ে প্রথম আলো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।