শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিবেদক। সাতক্ষীরার শ্যামনগরে ২০পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গত শুক্রবার গভীররাতে বংশীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামের ইসরাফিল গাজীর ছেলে ফারুক হোসেন (৩০)।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের করা হয়েছে।