ঝিনাইদহ প্রতিনিধি।
ঝিনাইদহ সদর উপজেলায় ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ক্রয় কেন্দ্রে ন্যায্য দাম চাওয়ায় এক কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে জেলার ২ নম্বর ক্রয় সেডে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
ভুক্তভোগী কৃষক মেহেরাব হুসাইন রিফাত ও তার পিতা রিপন হোসেন তামাক বিক্রির উদ্দেশ্যে কেন্দ্রে গেলে কোম্পানির প্রতিনিধি তামাকের মান খারাপ দাবি করে প্রতি কেজি ১৬০ টাকা দিতে চান, যদিও কৃষক দাবি করেন দাম হওয়া উচিত ছিল ২৩৮ টাকা। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে শ্রমিকরা দলবদ্ধভাবে রিফাতের ওপর হামলা চালান বলে অভিযোগ।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে নিরাপত্তাকর্মীরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। এ সময় বিল্লাল হোসেন নামের আরেক কৃষক মোবাইলে ভিডিও করায় তাকেও ধাওয়া করে লেবাররা। পরে এরিয়া ম্যানেজার নওরোজ রেজা তার মোবাইল নিয়ে ভিডিও মুছে দেন বলে দাবি করেন বিল্লাল।
রিফাতের পিতা রিপন হোসেন বলেন, “আমাদের তামাকের প্রকৃত মূল্য না দিয়ে জোর করে কম দামে নিতে চাইছিলো। আমরা প্রতিবাদ করায় মারধরের শিকার হই।”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক কৃষক অভিযোগ করেন, “ন্যায্য দাম চাইলে আমাদের গায়ে হাত তোলে—এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না।”
তবে এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর এরিয়া ম্যানেজার নওরোজ রেজা দাবি করেন, “তেমন কিছু ঘটেনি, এটা ছিল সামান্য ভুল বোঝাবুঝি।” অন্যদিকে, ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”