1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  3. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা যুক্তরাজ্য-কানাডা-ফ্রান্সের - টেলিগ্রাফ বাংলাদেশ
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
তেলেঙ্গানায় কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ, নিহত অন্তত ৩৪ যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে তিনজন নিহত ঝুঁকিপূর্ণ সোনাহাট সেতু দিয়ে অতিরিক্ত পাথর পরিবহন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান কুড়িগ্রামে তীব্র তাপদাহে মরছে মুরগি, লোকসানে খামারি কুড়িগ্রামে শতবর্ষী কড়ই গাছের ভেতরে অলৌকিক আগুন,নেভাতে ব্যর্থ ফায়ার সার্ভিস কুষ্টিয়ায় ছাত্রদল নেতার হামলায় জাসদ কর্মী নিহত, তদন্তে পুলিশ সঞ্চয়পত্রে সুদ কমছে, স্বল্প আয়ের মানুষের কষ্ট বাড়ার শঙ্কা জুলাই বিক্রি করিনি-পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাশেদ খান গৌরীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা শ্যামনগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরীপুর ইউনিয়ন ৩-০ গোলে জয়ী

ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা যুক্তরাজ্য-কানাডা-ফ্রান্সের

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪১ জন খবরটি পড়েছেন
ছবি- সংগৃহীত

ডেস্ক নিউজ।

গাজায় ইসরায়েলি সামরিক অভিযান এবং মানবিক সহায়তায় বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। সোমবার (১৯ মে) তিন দেশের দেওয়া এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, খাদ্য, ওষুধ ও পানি প্রবেশে বাধা দেওয়া মানবাধিকারের লঙ্ঘন, যা সহ্য করা হবে না।

বিবৃতিতে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং গাজাবাসীদের স্থায়ীভাবে অন্যত্র পাঠানোর আহ্বানেরও তীব্র বিরোধিতা করা হয়। বলা হয়, জোরপূর্বক বাস্তুচ্যুতি আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

তিন দেশ জানিয়েছে, গাজা পরিস্থিতি বিবেচনায় তারা লক্ষ্যভিত্তিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজার মানবিক পরিস্থিতিকে ‘অসহনীয়’ আখ্যা দিয়ে বলেন, চলমান সংকটের সমাধানে দুই-রাষ্ট্রভিত্তিক পথই কার্যকর। তিনি জানান, আগামী ১৮ জুন নিউইয়র্কে প্যালেস্টাইন রাষ্ট্র নিয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলনে এ বিষয়টি গুরুত্ব পাবে। সম্মেলনের সভাপতিত্ব করবে ফ্রান্স ও সৌদি আরব।

এদিকে সৌদি আরব ইসরায়েলের স্থল অভিযানের কড়া সমালোচনা করে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। তারা বলেছে, এ ধরনের অভিযান গাজায় মানবিক সংকটকে আরও গভীর করছে। সুইডেনও গাজা দখলের পরিকল্পনার বিরোধিতা করেছে।

পশ্চিমা এই সমালোচনার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এসব নেতারা ইসরায়েলকে সুরক্ষা না দিয়ে হামাসকে পুরস্কৃত করছেন। তিনি দাবি করেন, ইসরায়েলকে আত্মরক্ষামূলক যুদ্ধ থামাতে চাপ দেওয়া আসলে ৭ অক্টোবরের মতো আরও হামলার পথ খুলে দেবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2024
Theme Customized By BreakingNews