1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক হাসনাত আবদুল্লাহর - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের ডাক হাসনাত আবদুল্লাহর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৫৭ জন খবরটি পড়েছেন

ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির মধ্যে বিদ্যমান বিভাজন অবসানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।

পোস্টে হাসনাত লেখেন, “জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী সকল শক্তির প্রতি আহ্বান— যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল, সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে।” তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং ‘পতিত ফ্যাসিবাদের দেশবিরোধী ষড়যন্ত্র’ থেকে মুক্ত থাকতে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি।

হাসনাত আরও দাবি করেন, অতীতে ঐক্যবদ্ধ থাকার কারণে দীর্ঘ দেড় দশকের ‘শক্তিশালী ফ্যাসিবাদ’কে মোকাবিলা করা সম্ভব হয়েছিল। কিন্তু এখন বিভাজন থাকলে দেশি-বিদেশি কিছু পক্ষ, যারা আওয়ামী ফ্যাসিবাদের পতনে নাখোশ, তারা সেই সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে।

তিনি বলেন, “আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশি-বিদেশি দোসরেরা আমাদের তছনছ করার হীন পাঁয়তারা করবে।”

হাসনাত তার পোস্টে এ-ও লেখেন, “এই ঐক্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের স্বার্থে। আমাদেরকে আবারও এক হয়ে স্বদেশকে বিনির্মাণ করতে হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews