1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
চাপের মুখে অধ্যাপক ইউনূস, দায়িত্বে থাকা নিয়ে অনিশ্চয়তা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১২:০২ অপরাহ্ন

চাপের মুখে অধ্যাপক ইউনূস, দায়িত্বে থাকা নিয়ে অনিশ্চয়তা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৫ জন খবরটি পড়েছেন

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও চাপের মুখে কাজ করতে না পারার আশঙ্কা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিজেকে ‘জিম্মি’ পরিস্থিতিতে আছেন বলে মনে করছেন এবং পদত্যাগের চিন্তা করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। সাক্ষাৎ শেষে বিবিসি বাংলাকে তিনি বলেন, “স্যার বলছেন, আমি যদি কাজ করতে না পারি… যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলে একটা গণ–অভ্যুত্থানের পর। কিন্তু যেভাবে আন্দোলন হচ্ছে, আমাকে যেভাবে জিম্মি করা হচ্ছে, আমি তো এভাবে কাজ করতে পারব না।”

প্রধান উপদেষ্টার পদত্যাগের সম্ভাবনার খবরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন এনসিপি নেতারা। পরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমও যমুনায় গিয়ে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “উনি বলেছেন, তিনি এ বিষয়ে ভাবছেন। তাঁর কাছে মনে হয়েছে, পরিস্থিতি এমন যে তিনি কাজ করতে পারবেন না।”

তবে অধ্যাপক ইউনূসকে দায়িত্বে থাকার অনুরোধ জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমাদের গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, জাতীয় নিরাপত্তা এবং দেশের ভবিষ্যতের কথা ভেবে আমরা চাই তিনি শক্ত থাকুন এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যের জায়গায় থাকুন। সবাই যেন তাঁকে সহায়তা করেন।”

এ বিষয়ে অধ্যাপক ইউনূস সরাসরি কোনো মন্তব্য না করলেও, তাঁর সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলো এই আলোচনার সত্যতা নিশ্চিত করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews