1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদত্যাগ করছেন না ড. ইউনূস : প্রধান উপদেষ্টার সহকারীর ঘোষণা - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :

পদত্যাগ করছেন না ড. ইউনূস : প্রধান উপদেষ্টার সহকারীর ঘোষণা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ডেস্ক নিউজ।

শুক্রবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতার জন্য রাজনীতিতে আসেননি, তবে দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক রূপান্তরের জন্য তাঁর প্রয়োজন রয়েছে।

ফাইজ তাইয়েব মনে করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে আরও গতিশীল ও কার্যকর হতে হবে। তিনি বলেন, “উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, এবং জনতার সামনে দৃশ্যমান অগ্রগতি তুলে ধরতে হবে।”

সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিচ্ছিন্নতা কাম্য নয়।”

সেনাবাহিনীর রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে মন্তব্য করে ফাইজ বলেন, “কোনো সভ্য দেশে সেনাবাহিনী রাজনীতি করে না।” তবে তিনি তাদের সম্মান ও আস্থা বজায় রাখার পক্ষে মত দেন। সেনাবাহিনী প্রসঙ্গে হঠকারী সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেন তিনি।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন এপ্রিল-মে মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে সকল যৌক্তিক সংস্কার সম্পন্ন করার ওপর জোর দেন তিনি, বিশেষ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের বিষয়ে।

ফাইজ তাইয়েব আরও জানান, জুলাই-আগস্ট ২০২৫ সালে গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উদ্‌যাপন করা হবে এবং এই সময়ের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় প্রকাশিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন এমন গুঞ্জনের প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি জানান, ড. ইউনূস চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews