1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  4. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  5. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডিসেম্বর-জুনের মধ্যেই জাতীয় নির্বাচন: রিজওয়ানা হাসান - বিডিটেলিগ্রাফ | Bangla News Portal, Latest Bangla News, Breaking, Stories and Videos
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :

ডিসেম্বর-জুনের মধ্যেই জাতীয় নির্বাচন: রিজওয়ানা হাসান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪১ জন খবরটি পড়েছেন

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, “এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে।”

শুক্রবার (২৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জানান, বর্তমান সরকার কেবল নির্বাচন নয়, বরং সংস্কার ও বিচারসহ তিনটি বিষয়ে কাজ করছে। তিনি বলেন, “নির্বাচনকে ঘিরে অযথা বিভ্রান্তি ছড়ানো উচিত নয়।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, দায়িত্ব পালনের সময়সীমা ও প্রক্রিয়া সম্পর্কেও নিশ্চয় কিছু বিবেচনা থাকে। তবে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য প্রধান উপদেষ্টার কাছ থেকেই আসবে বলে জানান তিনি।

রাজনৈতিক চাপ সংক্রান্ত প্রশ্নে উপদেষ্টা বলেন, “আমাদের বিবেচনায় একমাত্র চাপ হলো, আমরা আমাদের কাজ ঠিকভাবে করতে পারছি কিনা—এই প্রত্যাশা। এর বাইরে অন্য কোনো চাপ নেই।”

পরিবেশ সংরক্ষণ প্রসঙ্গে তিনি জানান, ঢাকার চারটি নদী দূষণমুক্ত করতে বিশ্বব্যাংক ও এডিবির সঙ্গে একটি চুক্তি হয়েছে। প্রথমে তুরাগ নদী পরিষ্কার করার কাজ শুরু হবে।

এছাড়া মধুপুর এলাকায় গারো সম্প্রদায়ের ভূমি অধিকার রক্ষায় নেওয়া উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বন বিভাগের দায়ের করা মামলা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে এবং আগামী ২৪ মে থেকে সেখানে ভূমি সীমানা নির্ধারণের কাজ শুরু হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews